ডেমরায় প্রাইভেট কারের ধাক্কায় ভ্যানচালক নিহত
- নিজস্ব প্রতিবেদক
- ২৪ এপ্রিল ২০২৪, ০১:১৬
রাজধানীর ডেমরা চৌরাস্তায় প্রাইভেট কারের ধাক্কায় মো: দুলাল হক (৬০) নামে একজন ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন ।
নিহতর ছেলে মো: আলী জানান, তার বাবা পেশায় একজন ভ্যানচালক। একটি দোকান থেকে ভুসির বস্তা ভ্যানে করে অন্য আরেকটি দোকানে নিয়ে যাচ্ছিলেন তিনি। ডেমরা চৌরাস্তার গেলে একটি দ্রুতগতির প্রাইভেট কার ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তার বাবা ভ্যান থেকে ছিটকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। নিহত দুলাল হক নোয়াখালী জেলা সদরের মজিবুল হকের ছেলে। তিনি ডেমরার সারুলিয়া এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা