জাতীয় দলের ডাকে ‘না’ নারিনের
- ক্রীড়া ডেস্ক
- ২৪ এপ্রিল ২০২৪, ০১:১৫
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ আসছে জুনে যৌথভাবে শুরু হবে টি-২০ বিশ্বকাপ। ঘরের মাঠে আগামী বিশ্বকাপে জাতীয় দলে না ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন ক্যারিবীয় স্পিন অলরাউন্ডার সুনীল নারিন। চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দুর্দান্ত পারফরমেন্স করে চলেছেন নারিন। সে করণেই বিশ^কাপের জন্য জাতীয় দলে তাকে ফেরাতে সর্বোচ্চ চেষ্টা করেছে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তাতে সাড়া না দিয়ে দরজা বন্ধ বলে দিলেন নারিন।
চলতি আইপিএলে ব্যাট-বল হাতে দুর্দান্ত ফর্মে রয়েছেন নারিন। ব্যাট হাতে ৭ ইনিংসে এক সেঞ্চুরি ও এক হাফ সেঞ্চুরিতে ২৮৬ রান করেছেন তিনি। স্ট্রাইক রেট ১৭৬ দশমিক ৫৪। বল হাতে ৯ উইকেট এই স্পিনারের। গেল সপ্তাহে রাজস্থান রয়্যালসের বিপক্ষে ক্রিকেট ক্যারিয়ারের ৭৫৬ ম্যাচে প্রথম সেঞ্চুরি করলেন তিনি। এমন দুর্দান্ত ফর্ম দেখে, তাকে দলে ফেরাতে উঠেপড়ে লাগে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু জাতীয় দলে ফেরার ডাক ফিরিয়ে দিলেন নারিন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা