১১ ডিসেম্বর ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

তিস্তাসহ ৫৪ নদীর পানির ন্যায্য হিস্যা দাবিতে বগুড়ায় রোডমার্চ

-

তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে বগুড়ায় তিস্তা অভিমুখে রোডমার্চ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। গতকাল সোমবার বেলা ১১টায় শহরের সাতমাথায় মুজিব মঞ্চের সামনে রোড মার্চ উপলক্ষে পথসভার আয়োজন করে বাসদ। বক্তব্য রাখেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ, সহকারী সাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, রংপুর বিভাগের সমন্বয়ক আব্দুল কুদ্দুস ও বগুড়া জেলা শাখার সদস্য সচিব দিলরুবা নূরী।
বাংলাদেশের সীমান্ত থেকে প্রায় ৭০ কিলোমিটার উজানে ভারত গজলডোবায় বাঁধ দেয়ায় শুষ্ক মৌসুমে শুকিয়ে যাচ্ছে তিস্তা নদী। খরা মৌসুম আসতে না আসতেই পানিপ্রবাহ আশঙ্কাজনকভাবে কমে যায়। চলতি মৌসুমে রংপুর, দিনাজপুর ও নীলফামারী এলাকায় ১ লাখ ১০ হাজার হেক্টর জমিতে সেচসুবিধা দেয়ার কথা ছিল। কিন্তু পানির অভাবে তা কমে ৮ হাজার হেক্টরে নেমে এসেছে। তাই আমরা রাজনৈতিক দল, তিস্তা পাড়ের মানুষ, কৃষকদের নিয়ে তিস্তার পানি ন্যায্য হিস্যা আদায়ে মাঠে নেমেছি। এ দাবি বাস্তবায়নে সবার অংশগ্রহণ প্রয়োজন।


আরো সংবাদ



premium cement