০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

দুধ বেচে কোটিপতি!

-

গাধার দুধ বিক্রি করে বছরে কোটি টাকা আয় করছেন ধীরেন সোলাঙ্কি নামে এক যুবক। তার কাছে ৪২টি গাধা রয়েছে। ভারতের গুজরাটের পাটান জেলার বাসিন্দা ধীরেন। ধীরেন জানিয়েছেন, গাধার এক লিটার দুধ বিক্রি হয় পাঁচ হাজার টাকায়। দক্ষিণ ভারতের রাজ্যগুলোতে গাধার দুধের চাহিদা ব্যাপক। ওই রাজ্যগুলোতে তিনি গাধার দুধ সরবরাহ করে মাসে ২-৩ লাখ টাকা আয় করছেন। কেন তিনি এই ব্যবসায় এলেন, কিভাবে এই পরিকল্পনা এলো, সেই সম্পর্কেও জানিয়েছেন গুজরাটের এই যুবক।
ধীরেন জানিয়েছেন, তিনি সরকারি চাকরির জন্য চেষ্টা করছিলেন। কিন্তু তা আর কপালে জোটেনি। অবশেষে বেসরকারি একটি সংস্থায় কাজ জুটিয়েছিলেন। কিন্তু যে বেতন পেতেন তিনি, তা দিয়ে সংসার খরচ চালানো খুব কঠিন হয়ে পড়েছিল। তার কথায়, ‘তখনই অন্য কিছু করার ভাবনা মাথায় আসে। জানতে পারি, দক্ষিণ ভারতে গাধার দুধের চাহিদা খুব বেশি। ব্যস, সেই থেকেই ঠিক করে নিয়েছিলাম, চাকরি ছেড়ে গাধার দুধের ব্যবসাই করব।’
ধীরেন আরো জানান, এর পরই বেশ কয়েক জনের সাথে এ বিষয়ে কথা বলেন তিনি। ব্যবসায় ২২ লাখ টাকা বিনিয়োগ করে ২০টি গাধা কেনেন ধীরেন। তারপর একটি খামার তৈরি করেন। এখন সেই খামার থেকেই প্রতিদিন দুধ সরবরাহ করা হচ্ছে দক্ষিণের রাজ্যগুলোতে। ধীরেন জানিয়েছেন, এক লিটার গাধার দুধের দাম ৫-৭ হাজার টাকা। গুঁড়ো হিসাবেও এই দুধ বিক্রি করা হয়। যার এক কেজির দাম এক লাখ টাকা। ইন্টারনেট।


আরো সংবাদ



premium cement

সকল