পেডিয়েট্রিক নেফ্রোলজি সোসাইটির ৭ম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন শুরু
- নিজস্ব প্রতিবেদক
- ২১ এপ্রিল ২০২৪, ২০:২০
শিশুদের কিডনি রোগের উন্নত চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে সবাইকে অবহিত করা এবং এই রোগের আক্রান্ত হার কমানোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছে সপ্তম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন ২০২৪। গতকাল সকালে পেডিয়েট্রিক নেফ্রোলজি সোসাইটি অব বাংলাদেশ (পিএনএসএফ) আয়োজিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশনে দুই দিনব্যাপী সম্মেলনের উদ্বোধন করা হয়। যেখানে বাংলাদেশের ৬০০ শিশু কিডনি বিশেষজ্ঞ ডাক্তার, শিশু বিশেষজ্ঞ ও শিশু রোগে অধ্যয়নরত ডাক্তাররা অংশগ্রহণ করেন। এ ছাড়াও আমেরিকা, কানাডা, ইতালি, সিঙ্গাপুর ও ভারতে আন্তর্জাতিক খ্যাতনামা ১৫ জন বিদেশী শিশু কিডনি রোগ বিশেষজ্ঞ ডাক্তার অংশগ্রহণ করছেন। তারা শিশুদের কিডনি রোডের আধুনিক চিকিৎসাবিষয়ক মূল্যবান তথ্য উপস্থাপন করবেন।
পিএনএসএফের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: শিরীন আফরোজ বলেন, এই সম্মেলনের মাধ্যমে চিকিৎসকদের আলোচিত উন্নত চিকিৎসাপদ্ধতি আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করবে; যার প্রয়োগের ফলে ভবিষ্যতে শিশু কিডনি রোগে আক্রান্তদের চিকিৎসা দিয়ে সুস্থ স্বাভাবিক জীবনযাপন উন্নতততর হবে। এতে বিদেশে যাওয়ার প্রবণতা কমবে। তিনি বলেন, দেশে অল্পসংখ্যক বিশেষায়িত হাসপাতালে শিশু কিডনি রোগের চিকিৎসা চালু আছে; যা সারা দেশের প্রয়োজনের থেকে খুবই কম। ২০১০ সালে ১৩টি মেডিক্যালে কলেজে শিশু নেফ্রোলজি বিশেষজ্ঞ পদে সরকারিভাবে ৪৩টি পদ সৃষ্টি করা হয়। পিএনএসবি সরকারিপর্যায়ে আরো ৩০টি নতুন পদের জন্য আবেদন করেছে। এ ব্যাপারে সার্বিক সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর সহযোগিতা কামনা করেন তিনি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা