বেসিক ব্যাংক একীভূত করার প্রক্রিয়া বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন
- রাজশাহী ব্যুরো
- ১৯ এপ্রিল ২০২৪, ০১:৪২
সিটি ব্যাংকের সাথে রাষ্ট্রীয় মালিকাধীন বেসিক ব্যাংকে একীভূত করার প্রক্রিয়া বন্ধের দাবিতে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। গতকাল দুপুরের দিকে নগরীর সাহেব বাজার জিরোপয়েন্টে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ ছাড়া রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বেনেতি ব্যবসায়ী সমিতি, রাজশাহী বস্ত্র ব্যবসায়ী সমিতি, পাদুকা ব্যবসায়ী সমিতিসহ অন্তত ডজনখানেক ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এতে অংশ নেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘ দিন ধরে রাজশাহী অঞ্চলের বেশির ভাগ ব্যবসায়ী নিরাপদ ব্যাংকিং সেবা হিসেবে বেসিক ব্যাংকের সাথে লেনদেন করে থাকেন। তবে অতি সম্প্রতি বেসিক ব্যাংককে অলাভজনক সিটি ব্যাংকের সাথে একীভূত করার প্রক্রিয়া চলছে। এটি হতে দেয়া হবে না বলে রাজশাহী, নওগা, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জের ব্যবসায়ীরা হুঁশিয়ারি উচ্চারণ করেন। তারা বলেন, অবিলম্বে ব্যাংক একীভূত করার পাঁয়তারা বন্ধ না হলে আগামীতে এ অঞ্চলে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
ওয়ার্ড কাউন্সিলর ও ব্যবসায়ী রজব আলীর সভাপতিত্বে মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী চেম্বারের সভাপতি মাসুদুর রহমান রিংকু, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, লক্ষ্মীপুর ব্যবসায়ী সমিতির সভাপতি আনিসুর রহমান, রাজশাহী চেম্বারের পরিচালক এস এম আইয়ুব আলী, নাটোর ব্যবসায়ী সমিতির সভাপতি মশিউর রহমান, রাজশাহী বস্ত্র ব্যবসায়ী সমিতির সভাপতি শ্রী অশোক কুমার শাহ, পাদুকা ব্যবসায়ী সমিতির সভাপতি সফিকুর রহমান রিপন, বীর মুক্তিযোদ্ধা বজলুর রহমান, বেনেতি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মহেশ সরকার, বাপাউবো সম্মিলিত ঠিকাদার সমাজের আহ্বায়ক প্রকৌশলী খাজা তারেক, রাজশাহী মহিলা সংস্থার চেয়ারম্যান মর্জিনা পারভীন, বেসিক ব্যংকের গ্রাহক ও ব্যবসায়ী কে এম জোবায়েদ, ওয়েব রাজশাহীর সভাপতি আনজুমানারা বেগম, নারী উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা বেগম, হড়গ্রাম বাজার ব্যসায়ী সমিতির প্রতিনিধি জাহিদ বাবু প্রমুখ।
এ দিকে বেসিক ব্যাংক সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বিকাশ ত্বরান্বিত করার লক্ষ্যে ১৯৮৯ সালে রাষ্ট্রমালিকাধীন বেসিক ব্যাংক লিমিটেড প্রতিষ্ঠিত হয়।
বর্তমানে বেসিক ব্যাংক ১০৭টি শাখা ও উপশাখার মাধ্যমে দেশব্যাপী নানা সুবিধাসহ বিভিন্নমুখী ব্যাংকিং সেবা পৌঁছে দিচ্ছে তৃণমূল পর্যায় পর্যন্ত। বর্তমানে বেসিক ব্যাংক লিমিটেডের অধিকাংশ শাখা লাভে আছে, সরকার কিছু সুবিধা দিলে ব্যাংকটি অতিদ্রুত লাভজনক প্রতিষ্ঠান হিসেবে ঘুরে দাঁড়াতে পারবে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা