খুলনার প্রবীণ সাংবাদিক সিন্দাইনীর ইন্তেকাল
- খুলনা ব্যুরো
- ১৯ এপ্রিল ২০২৪, ০১:৩১, আপডেট: ১৯ এপ্রিল ২০২৪, ০১:৩২
খুলনার প্রবীণ সাংবাদিক গোলাম মোস্তফা সিন্দাইনী (৭৮) গতকাল বৃহস্পতিবার সকাল ৭টায় নগরীর হাজী মুহসিন রোডের বাসভবনে তিনি ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি খুলনা আলিয়া মাদরাসার বাংলা বিভাগের শিক্ষক, খুলনা প্রেস ক্লাবের সদস্য ও স্থানীয় দৈনিক পূর্বাঞ্চলের মফস্বল সম্পাদক ছিলেন। এ ছাড়া খুলনা বেতারসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন। তিনি তিন ছেলে, নাতি-নাতনী রেখে গেছেন। গতকাল বাদ আসর খুলনা আলিয়া মাদরাসা ময়দানে মরহুমের নামাজে জানাজা শেষে নগরীর টুটপাড়া কবরস্থানে দাফন করা হয়।
প্রবীণ সাংবাদিক গোলাম মোস্তফা সিন্দাইনীর মৃত্যুতে খুলনার সাংবাদিক সংগঠন এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা জানায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা