১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ফরিদপুরে সড়ক দুর্ঘটনা

বাবার পরে মায়ের মৃত্যু হাসপাতালে কাতরাচ্ছে ১৮ মাসের শিশু

-

ফরিদপুরের ঢাকা-খুলনা মহাসড়কের কানাইপুরের দিগনগরে বাসের সাথে পিকআপের মুখোমুখি সংঘর্ষে আহত আরো একজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে ফরিদপুরের বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহতের নাম পপি বেগম (২৫)। তার বাড়ি আলফাডাঙ্গা উপজেলার হিদাডাঙ্গা গ্রামে। এর আগে গত মঙ্গলবার দুপুরে দুর্ঘটনায় আহতাবস্থায় পপির স্বামী ইকবাল শেখকে ঢাকায় নেয়ার পথে তারও মৃত্যু হয়। এ নিয়ে এই দুর্ঘটনায় মোট ১৫ জনের মৃত্যু হলো।
দুর্ঘটনায় ইকবাল ও পপির সাথে একই পিকআপে ছিল তাদের ১৮ মাস বয়সী শিশুপুত্র ইয়াসিন শেখ। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছে সে। পপির সাথে ইকবালের বিয়ে হয়েছিল তিন বছর আগে।

মামলা দায়ের : এ দিকে এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। কোতোয়ালি থানার ওসি হাসানুজ্জামান হাসান জানান, এ ঘটনায় নিহত ইকবালের ছোট ভাই বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের কুমড়াইল গ্রামের সাদেক শেখের ছেলে ইমামুল শেখ বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় বাসটির অজ্ঞাতনামা চালককে আসামি করা হয়েছে।
তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শন : অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (নেজারত) মো: আলী সিদ্দিকীর নেতৃত্বে তদন্তকারী দল গতকাল বুধবার বেলা ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তদন্তকারী দলের সদস্য সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী ইমরান ফারহান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: সালাহউদ্দিন, হাইওয়ে পুলিশের সহকারী পুলিশ সুপার মারুফ হোসেন, বিআরটিএ প্রতিনিধি এমরান খান, ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো: আসাদুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত মঙ্গলবার সকাল ৮টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের কানাইপুরের দিগনগর এলাকায় এ দুর্ঘটনায় ১৫ জন নিহত হন।

 

 

 


আরো সংবাদ



premium cement
দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন খুলনায় হাসিনা ফিরে আসার ভিডিও, তদন্তে ৪ সদস্যের টিম বাংলাদেশ থেকে ওষুধ আমদানিতে আগ্রহী পাকিস্তান আরএনপিপিতে শেখ হাসিনা পরিবারের দুর্নীতি অনুসন্ধানে রুল আধিপত্যবাদমুক্ত একটি ইসলামী কল্যাণরাষ্ট্র উপহার দিবে জামায়াত : গোলাম পরওয়ার বিদেশে চিকিৎসায় বছরে ৫ বিলিয়ন ডলার হারাচ্ছে বাংলাদেশ : গভর্নর

সকল