বুয়েট শিক্ষার্থী সানি হত্যার তদন্ত প্রতিবেদন ১২ মে
- নিজস্ব প্রতিবেদক
- ১৮ এপ্রিল ২০২৪, ০০:০০
ঢাকার দোহারের মৈনট ঘাট এলাকায় পদ্মা নদীতে ধাক্কা দিয়ে ফেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী তারিকুজ্জামান সানি হত্যার মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১২ মে দিন ঠিক করেছেন আদালত। গতকাল বুধবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শেখ মুজাহিদুল ইসলাম প্রতিবেদন দাখিলের এ দিন ধার্য করেন।
গতকাল বুধবার মামলাটিকে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে মামলার তদন্ত কর্মকর্তা কুতুবপুর নৌপুলিশ ফাঁড়ির উপপরিদর্শক জহিরুল ইসলাম তদন্ত প্রতিবেদন দাখিল করতে পারেননি।
তাই বিচারক প্রতিবেদন দাখিলের নতুন এদিন ঠিক করেন।
এ মামলার ১৫ আসামি হলেন, শরীফুল হোসেন, শাকিল আহম্মেদ, সেজান আহম্মেদ, রুবেল, সজীব, নুরজামান, নাসির, মারুফ, আশরাফুল আলম, জাহাঙ্গীর হোসেন লিটন, নোমান, জাহিদ, এ টি এম শাহরিয়ার মোমিন, মারুফুল হক মারুফ ও রোকনুজ্জামান ওরফে জিতু।
২০২২ সালের ১৪ জুলাই স্থানীয় বন্ধুদের সাথে ঘুরতে যান বুয়েট শিক্ষার্থী সানি। এ সময় তিনি পদ্মা নদীতে নিখোঁজ হন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা