শৈলকুপায় দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি গুলিবিদ্ধ ১
- শৈলকুপা (ঝিনাইদহ) সংবাদদাতা
- ১৭ এপ্রিল ২০২৪, ০১:২০
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় দুই বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। উপজেলার বন্দেখালি গ্রামের সেলিম হোসেন ও উলুবাড়িয়া গ্রামের ফরহাদ হোসনের বাড়িতে রাত আনুমানিক ২টার দিকে ১০-১২ জনের একটি ডাকাতদল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং সবাইকে জিম্মি করে ফেলে। এর পর ঘরে রাখা টাকাসহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। এ সময় এলাকাবাসী ডাকাতদেরকে ধরার জন্য ধাওয়া করলে ডাকাতরা গুলি করে। ডাকাতদের গুলির আঘাতে জিহাদ নামের এক ব্যক্তি গুরুত্বরভাবে আহত হন।
এ ব্যাপারে সেলিম হোসেন জানান, ঘরের দরজা ভেঙে ১০-১২ জনের একদল ডাকাত তাদের ঘরে প্রবেশ করে। এর পর সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার নিয়ে তারা পালিয়ে যায়। তাদের আর্তচিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে ডাকাতদের ছোড়া গুলিতে প্রতিবেশী জিহাদ গুরুতর আহত হন।
লাঙ্গলবাঁধ পুলিশ ক্যাম্পের এসআই হামিদুল ইসলাম বলেন, ডাকাতির সাথে কারা জড়িত, সে বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে। শৈলকুপা থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা