রাজবাড়ীতে হিসাবরক্ষণ কর্মকর্তার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ ৪
- রাজবাড়ী প্রতিনিধি
- ১৭ এপ্রিল ২০২৪, ০১:১৫
রাজবাড়ীর পাংশা উপজেলার কসবামাজাইল ইউনিয়নের মিশ্রী পাঁচবাড়িয়া গ্রামে এক হিসাবরক্ষণ কর্মকর্তার বাড়িতে দুই দফা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় ওই পরিবারে চার সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।
রাজবাড়ী জেলা অ্যাকাউন্টস অফিসের অডিটর এবং ওই গ্রামের বাসিন্দা হিসবারক্ষণ কর্মকর্তা প্রদীপ মণ্ডলের বাড়িতে গত রাত ৩টার দিকে এই হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে পাংশা থানায় মামলা হয়েছে।
পাংশা থানার ওসি স্বপন কুমার মজুমদার এঘটনা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। হামলায় চারজন আহত হয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চরমপন্থী দলের সদস্যরা এই হামলা চালায়। এলাকায় পুলিশের নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
গুলিবিদ্ধরা হলেন কানু মণ্ডলের ছেলে লক্ষ্মণকুমার মন্ডল (৩৭), বিকাশ চন্দ্র মণ্ডলের ছেলে সুজন মণ্ডল (২২), গেদুনাথ মন্ডলের ছেলে রুপ চাঁদ মন্ডল (৩৭) ও নীল মন্ডলের ছেলে বিবেক চন্দ্র মন্ডল (৪৮)। আহতরা সবাই মিশ্রী পাঁচবাড়িয়া গ্রামের বাসিন্দা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা