১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আদমদীঘিতে চাতাল ব্যবসায়ীকে মারধর করে টাকা ছিনতাই

-

বগুড়ার আদমদীঘিতে পাওনা টাকা চাওয়ায় আব্দুস সাত্তার (৬০) নামে এক চাতাল ব্যবসায়ীকে মারধর করে অর্ধলাখ টাকা ছিনিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত চাতাল ব্যবসায়ী আব্দুস সাত্তারের ছেলে সজিব খান বাদি হয়ে আদমদীঘি উপজেলার সাগরপুর গ্রামের মো: বাসারের ছেলে নয়ন (২৮) ও কোমারপুর গ্রামের মো: বক্সের ছেলে মমিনের (৩০) বিরুদ্ধে থানায় একটি মামলা করেন। এরই পরিপ্রেক্ষিতে পুলিশ মমিনকে গ্রেফতার করে। গত রোববার সন্ধ্যায় তাকে কলেজ গেটের সামনে থেকে গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রাম ইউপির দারীকুড়ি গ্রামের চাতাল ব্যবসায়ী আব্দুস সাত্তার আদমদীঘি-ছাতিয়ানগ্রাম সড়কের ব্রিজ সংলগ্ন আয়েন উদ্দিনের বয়লার (চাতাল) ভাড়া নিয়ে ধান চালের ব্যবসা করেন। মামলার এজাহারভুক্ত আসামি নয়ন সম্প্রতি তার কাছ থেকে ২০ কেজি চাল ও দুই হাজার টাকা ধার নেন। সেই চালের দাম ও টাকা পরিশোধ না করায় গত ১০ এপ্রিল বেলা ১১টায় আদমদীঘি ব্রিজসংলগ্ন কলেজ গেটের সামনে নয়নের কাছে পাওনা টাকা চাইলে নয়ন টাকা পরিশোধ করতে অস্বীকার করেন। এ সময় উভয়ের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে নয়ন ও মমিন ক্ষিপ্ত হয়ে চাতাল ব্যবসায়ী আব্দুস সাত্তারকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে এবং তার শরীরের বিভিন্ন স্থানে জখম করে। এ সময় আব্দুস সাত্তারের লুঙ্গির ভাজে রাখা ৫১ হাজার ৫০০ টাকাও ছিনিয়ে নিয়ে যায় তারা। পরে আহত আব্দুস সাত্তারকে স্থানীয়রা উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে নিয়ে ভর্তি করান। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

 

 


আরো সংবাদ



premium cement
সাবেক ছাত্রলীগ নেত্রী নদী গ্রেফতার সিরিয়ার নতুন সরকারের সাথে যোগাযোগ রাশিয়ার সিরিয়ার নতুন শাসকদের প্রতি হিজবুল্লাহপ্রধানের আহ্বান ইসরাইলের সাথে সঙ্ঘাতে আগ্রহী নন সিরিয়ার নতুন নেতা সাবেক ফুটবলার কাভেলাশভিলিই জর্জিয়ার প্রেসিডেন্ট ঘড়ির সময় বদলাতে চান না ট্রাম্প ভারতীয় মুসলিমদের বিরুদ্ধে ঘৃণা ছড়াতে অস্ত্র বাংলাদেশ : ওয়েইসি সিরিয়ার বিদ্রোহীদের সাথে সরাসরি যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র খেয়ালখুশিমতো খরচ হয়েছে জলবায়ু তহবিলের অর্থ গুমে শেখ হাসিনার সম্পৃক্ততা পেয়েছে কমিশন : র‌্যাব বিলুপ্তির সুপারিশ আরাকানে সাড়ে ৪ শ’সেনা নিহত, জান্তার নিয়ন্ত্রণ শেষ বিপাকে রোহিঙ্গারা

সকল