১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
রাজপথে মৃত্যুর হানা

ধামরাই ও রূপগঞ্জে নিহত দুই

-

ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে এক মোটরসাইকেল চালক ও নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক সিকিউরিটি গার্ড সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।
ধামরাই (ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদুল ইসলাম (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গতকাল রোববার উপজেলার কুল্লা ইউনিয়নের কেলিয়া এলাকায় বাংলাদেশ জাতীয় বেতার অফিস সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম ঢাকার আশুলিয়ার গাজীরচর আয়নাল মার্কেট এলাকার মরহুম রাজা মিয়ার ছেলে।
সাভার হাইওয়ে থানার এসআই বাবুল হোসেন জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গেলে পেছনে থাকা বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান চালক জাহিদুল ইসলাম। তার সাথে থাকা অপরজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জ রূপসী কাঞ্চন সড়কের উপজেলা ভুলতা ইউনিয়নের মিঠাব অনন্ত পেপার মিল এলাকায় অনন্ত পেপার মিলের সিকিউরিটি গার্ড আবুল কালাম (৪৫) এনডিইর রেডিমিক্স গাড়ির চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন।
গতকাল রোববার রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম বরিশালের গৌরনদী উপজেলায়। রূপগঞ্জ থানার ওসি দিপকচন্দ্র সাহা বলেন, রেডিমিক্সের চালক ঘুমে আচ্ছন ছিলেন। গাড়িটে সিকিউরিটি গার্ডের বুকে ও পায়ে চাপা দেয়। এ ঘটনায় রেডিমিক্সের গাড়ি জব্দ ও চালককে আটক করা হয়েছে।


আরো সংবাদ



premium cement