শোক সংবাদ
- ০৮ এপ্রিল ২০২৪, ০০:০৫
নিজাম উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলার সাবেক আমির ও মওদূদী রিসার্চ একাডেমির পরিচালক ড. মুজাম্মেল হকের জ্যেষ্ঠ ভ্রাতা নিজাম উদ্দিন বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়ে গতকাল সকালে ৫৮ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি চার মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। গতকাল বাদ জোহর দারিয়াপুর জামে মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়েছে।
শোকবাণী
নিজাম উদ্দিনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারক হোসাইন গতকাল এক শোকবাণী প্রদান করেছেন।
শোকবাণীতে তিনি বলেন, নিজাম উদ্দিন একজন পরহেজগার ও গুণী মানুষ ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা তাকে ক্ষমা ও রহম করুন এবং তার কবরকে প্রশস্ত করুন। তার গুনাহখাতাগুলোকে ক্ষমা করে দিয়ে নেকিতে পরিণত করুন। কবর থেকে শুরু করে পরবর্তী প্রত্যেকটি মঞ্জিলকে তাঁর জন্য সহজ, আরামদায়ক ও কল্যাণময় করে দিন। আল্লাহ রাব্বুল আলামীন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করুন এবং তার শোকাহত পরিবার-পরিজনদেরকে এ শোক সহ্য করার তাওফিক দান করুন। বিজ্ঞপ্তি।
শরিফুল ইসলাম
বাংলাদেশ জামায়াতে ইসলামী পাবনা পৌরসভার সদস্য (রুকন) ও ৮নং ওয়ার্ডের আমির শরিফুল ইসলাম আজাদ ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে গত সোমবার ৫২ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী ও দুই ছেলেসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। ২ এপ্রিল শনিবার বেলা আড়াইটায় দারুল আমান ট্রাস্ট ময়দানে নামাজে জানাজা শেষে তাকে আরিফপুর কবরস্থানে দাফন করা হয়েছে।
মতিয়ার রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার সদস্য (রুকন) বিশিষ্ট সমাজসেবক মতিয়ার রহমান বার্ধক্যজনিত কারণে গত শুক্রবার বেলা ১১টার দিকে ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি তিন ছেলে ও তিন মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন। ওই দিন বাদ আসর নিজ গ্রামের মসজিদ প্রাঙ্গণে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
এস এম হাসান
বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের মোহাম্মদপুর পশ্চিম সাংগঠনিক থানার সাত মসজিদ ওয়ার্ডের সভাপতি এস এম হাসান ৬ এপ্রিল কদরের নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে যাওয়ার পথে একটি নির্মাণাধীন ভবনের রড মাথায় পড়ে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি মাতা, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গিয়েছেন। গতকাল বাদ আসর চাঁদ উদ্যান বায়তুর রহমান মসজিদে নামাজে জানাজা শেষে তাকে দাফন করা হয়েছে।
শোকবাণী
শরিফুল ইসলাম আজাদ, বিশিষ্ট সমাজসেবক মতিয়ার রহমান ও এস এম হাসানের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান গতকাল এক বাণীতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা