ধুনটে সরকারি সম্পত্তি থেকে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা প্রশাসন নীরব
- বগুড়া অফিস
- ০৮ এপ্রিল ২০২৪, ০০:০৫
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে সরকারি খাস সম্পত্তি থেকে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা করছে এলাকার প্রভাবশালী মহল। কিন্তু এ ব্যাপারে প্রশাসন নীরব রয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, জমিজমা সংক্রান্ত বিষয়ের জের ধরে শাহীন, আব্দুল মান্না শেখ, হাছেন আলী শেখ, মামুন, আলমগীর শেখ পরস্পর যোগসাজশ করে এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় ভূমিহীনদের উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা করছে। এ ব্যাপারে ২০২২ সালের ২২ জুন জেলা প্রশাসক বরাবরে ভূমিহীনদের পক্ষে চান মিয়া একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে রেভিনিউ ডেপুটি কালেক্টর থেকে একই বছর ৬ নভেম্বর ধুনট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য একটি পত্র প্রেরণ করা হয়। পত্রের আলোকে ধুনট সার্ভেয়ার সরেজমিন সরকারি খাস সম্পত্তির ওপর লাল পতাকা উড়িয়ে দেন। বিবাদিরা প্রকাশ্য দিবালোকে গত ৩১ মার্চ ’২৪ লাল পতাকা টেনে তুলে নিয়ে যায়। কিন্তু উপজেলা প্রশাসন কোনো পদক্ষেপ নেয়নি। পরে গত ২ এপ্রিল ২৪ ভূমিহীনদের পুকুর থেকে প্রায দুই লাখ টাকার মাছ ধরে বিক্রির মাধ্যমে আত্মসাৎ করে। বর্তমানে বিবাদিরা বেপরোয়া হয়ে ভূমিহীনদের উচ্ছেদ করার জন্য বিভিন্নভাবে মারধরসহ জানমালের ক্ষতি করছে। ন্যায় বিচারের দাবি করে ভূমিহীনদের পক্ষে চান মিয়া গতকাল রোববার সংবাদ সম্মেলন করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা