১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আইএসের এক জ্যেষ্ঠ নেতাকে গ্রেফতারের দাবি ইরানের

-

উগ্রবাদী গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)-এর এক জ্যেষ্ঠ অপারেটিভ ও আরো দুই সদস্যকে গ্রেফতারের ঘোষণা দিয়েছে ইরানি পুলিশ। গতকাল শনিবার তাদের গ্রেফতার করা হয়। পবিত্র রমজান মাসের শেষে ঈদের সময় আত্মঘাতী হামলার পরিকল্পনা করার অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয় বলে দাবি করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, রাজধানী তেহরানের পশ্চিমাঞ্চলীয় শহর কারাজ থেকে তাদেরকে আটক করা হয়। আইএসের সিনিয়র সদস্য মোহাম্মদ জাকের রামেশ নামে পরিচিত। রামেশসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। রয়টার্স।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম অনুযায়ী, এ সময় পুলিশের সাথে জঙ্গিদের সংঘর্ষ হয়। তাদের সাথে থাকা আরো আটজনকেও আটক করা হয়েছে। ২০২০ সালে মার্কিন ড্রোন হামলায় আইএসের শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানি নিহত হয়। তার মৃত্যুর চতুর্থ বার্ষিকী উপলক্ষে জানুয়ারিতে ইরানে দু’টি বিস্ফোরণ ঘটায় আইএস। এতে শতাধিক নিহত ও অনেকে আহত হয়। এই হামলার দায় স্বীকার করেছে তারা।
ইরানের প্রভাবশালী শিয়া সম্প্রদায়ের প্রতি মারাত্মক বিদ্বেষ পোষণকারী সুন্নি মুসলিম জঙ্গি গোষ্ঠী আইএস ইরানে প্রায়ই আত্মঘাতীসহ নানা ধরনের হামলা চালিয়ে আসছে।


আরো সংবাদ



premium cement