গুয়াতেমালার সাবেক জেনারেল গণহত্যার দায়ে অভিযুক্ত
- নয়া দিগন্ত ডেস্ক
- ০৭ এপ্রিল ২০২৪, ০০:০০
গণহত্যার দায়ে অভিযুক্ত গুয়েতেমালার সাবেক জেনারেল বেনেডিক্ট লুকাস গার্সিয়ার বিচার চলছে। শুক্রবার গুয়াতেমালার একটি আদালত তাকে অভিযুক্ত করে রায় দেয়। গৃহযুদ্ধের সময় আদিবাসী লিক্সিল মায়া সম্প্রদায়ের এক হাজার দুশোর বেশি মানুষকে হত্যার আদেশ দেয়ার জন্য তাকে অভিযুক্ত করা হয়। এছাড়া ৯১ বছর বয়সী গার্সিয়ার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ, ব্যাপক ধর্ষণ ও গুম করার অভিযোগ আনা হয়েছে। বিবিসি।
১৯৭৮ থেকে ১৯৮২ সালের মধ্যে এ অপরাধগুলো করেছেন তিনি। ওই সময় গুয়াতেমালার প্রেসিডেন্ট ছিলেন তার ভাই ফার্নান্দো রোমিও লুকাস গার্সিয়া। মার্কসবাদী বিদ্রোহীদের সমর্থন দেয়ার অভিযোগে আদিবাসী লিক্সিল মায়া সম্প্রদায়ের মানুষদের নিধন কার্যক্রম চালায় তৎকালীন সামরিক বাহিনী। প্রায় ৪০ বছর ধরে চলা ওই সংঘর্ষে প্রায় দুই লাখ মানুষ মারা যায়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা