১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

আল-আকসা থেকে ১৬ মুসল্লি গ্রেফতার

-

ফজরের নামাজের সময় হামাসের পক্ষে সে্লাগান দেয়ায় ইসরাইলি পুুলিশ আল-আকসা থেকে ১৬ জনকে গ্রেফতার করেছে। ইসরাইলি পুলিশ বলেছে, আঁতশবাজি ছোঁড়ার জন্য একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের ধরা হয়েছে হামাসের সমর্থনে সে্লাগান শুরু করায়। ঘটনার এক পর্যায়ে পুলিশ তাদের লক্ষ্য করে ড্রোনের মাধ্যমে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পবিত্র রমজানের শেষ দিকে লাইলাতুল কদরের রাতে আল-আকসায় জড়ো হয়েছিলেন মুসল্লিরা। আলজাজিরা।
গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর আল-আকসায় প্রবেশে বিধিনিষেধ আরোপ করে ইসরাইল। যেসব শিশুর বয়স ১০ বছরের নিচে, যেসব নারীর বয়স ৫০ বছরের ওপরে ও ৫৫ বছরের বেশি বয়সী পুরুষদের মসজিদ প্রাঙ্গণে প্রবেশের অনুমোদন দেয়া হয়। এ দিকে গাজায় ইসরাইলি হামলায় গত প্রায় ছয় মাসে এক লাখের বেশি মানুষ হতাহত হয়েছেন। জানা গেছে, ইসরাইলের হামলায় অন্তত ৩৩ হাজার ৯১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৫ হাজার ৭৫০ জন।


আরো সংবাদ



premium cement