১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
ইসরাইলের হামলা

শত্রুরা অনুশোচনা করবে এমন জবাব দেয়ার হুমকি ইরানের

-

সিরিয়ায় ইরানের কন্স্যুলেটে হামলার ঘটনায় এমনভাবে জবাব দেয়ার হুমকি দিয়েছে তেহরান যে, তাতে ইরানের শত্রুদের ‘অনুশোচনা’ করতে হবে। ইরানের সেনাবাহিনীর প্রধান বলেছেন, দামেস্কে বিপ্লবী গার্ড বাহিনীর সাত কর্মকর্তাকে হত্যার ঘটনায় কঠোর জবাব দেয়ার জন্য প্রস্তুতি নিয়েছে তেহরান। ইরানের শত্রুরা হত্যাকাণ্ডের জন্য আফসোস করবে। খবর : এএফপির।
সিরিয়ার রাজধানীতে গত সোমবারের বিমান হামলার প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছে তেহরান। ওই অঞ্চলে ইরানের চিরশত্রু ইসরাইল হামলায় জড়িত বলে দাবি করেছে তারা। যদিও এই হামলার বিষয়ে ইসরাইলের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। ওই হামলায় ইরানের সামরিক বাহিনীর দুই জেনারেলসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) সাত কর্মকর্তার প্রাণহানি ঘটে। কনস্যুলেট ভবন একেবারে ধ্বংস হয়ে যায়।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুসারে, ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মোহাম্মদ বাঘেরি বলেছেন, ‘ইরানের প্রতিক্রিয়া সঠিক সময়ে প্রয়োজনীয় নির্ভুলতা ও পরিকল্পনার সাথে শত্রুদের সর্বাধিক ক্ষতিসাধনের লক্ষ্যে জানানো হবে; যাতে নিজেদের কৃতকর্মের জন্য অনুশোচনা করে তারা।’ আইআরজিসির বিদেশে অভিযান পরিচালনাকারী শাখা আল-কুদস ফোর্সের নিহত দুই ব্রিগেডিয়ার জেনারেলের একজন মোহাম্মদ রেজা জাহেদির স্মরণে দেশটির কেন্দ্রীয় শহর ইস্ফাহানে আয়োজিত অনুষ্ঠানে এই হুমকি দিয়েছেন তিনি।

 

 

 


আরো সংবাদ



premium cement