১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

বরগুনা জেলা আইনজীবী সমিতির সভাপতি আসলাম সম্পাদক হাবিবুর রহমান

-


বরগুনা জেলা আইনজীবী সমিতির (বার অ্যাসোসিয়েশন) বার্ষিক নির্বাচন গতকাল অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে অ্যাডভোকেট মাহাবুবুল বারী আসলাম সভাপতি এবং অ্যাডভোকেট হাবিবুর রহমান আকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচনে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১২টি এবং জাতীয়তাবাদী আইনজীবী পরিষদ সহসভাপতিসহ তিনটি পদে নির্বাচিত হয়েছে।
বরগুনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এফ এম সোহরাব হোসেন মামুন ফলাফল ঘোষণা করেন।

সভাপতি পদে তিনজন প্রার্থী থাকলেও সাবেক সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম শিকদার ও অ্যাডভোকেট মাহবুবুল বারী আসলামের মধ্যে তীব্র লড়াই হয়। মাহাবুবুল বারী আসলাম ভোট পান ১২৪ এবং অ্যাডভোকেট নজরুল ইসলাম শিকদার পান ১১৩ ভোট। অপরপ্রার্থী অ্যাডভোকেট মজিবুর রহমান পান ৪৮ ভোট।
সাধারণ সম্পাদক পদে তিনজন প্রার্থী থাকলেও লড়াই হয় দু’জনের মধ্যে। অ্যাডভোকেট হাবিবুর রহমান আকন ভোট পান ১৪৫টি। তার নিকটতম অ্যাডভোকেট হুমায়ুন কবির পল্টু পান ১১৮ ভোট। আরেক প্রার্থী অ্যাডভোকেট জাফর ইকবাল পান ২৮ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট আবদুল্লাহ আল মামুন। তিনি পেয়েছেন ১৭৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মনিরুল ইসলাম মনির পান ১০৮ ভোট।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে (আমতলী উপজেলা) টিটপ কুমার রায় বিটুল নির্বাচিত হন (১৬৬ ভোট)। যুগ্ম সাধারণ সম্পাদক পদে (পাথরঘাটা) নাহিদ সুলতানা লাকি পেয়েছেন ১০৮ ভোট।
গ্রন্থনা সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট কবির হোসেন (১৭৯) । তার নিকটতম প্রার্থী জাফর ইকবাল তিনি পেয়েছেন ১০১ ভোট। ক্রীড়া ও সমাজকল্যাণ সম্পাদক পদে অ্যাডভোকেট জাকির হোসেন খান বশির পেয়েছেন ১৪২ ভোট। তার নিকটতম প্রার্থী অ্যাডভোকেট আনিচুর রহমান মিলন পেয়েছেন ১৩৯ ভোট। শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট আঞ্জুমান আরা লুইস। তিনি পেয়েছেন ১৬৭ ভোট। তার নিকটতম অ্যাডভোকেট খায়রুল ইসলাম পেয়েছেন ১০৫ ভোট।
এ ছাড়া আক্তারুজ্জামান বাবুল পেয়েছে ১৭২ ভোট, মাহিন মেহরাব অনিক পেয়েছেন ১৬২ ও মো: আহাদ রহমান জিতু ১৩২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হন।


আরো সংবাদ



premium cement
ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশবিরোধী অপপ্রচারে ৫৩ নাগরিকের উদ্বেগ ইঞ্জিনিয়ারিং খাতে দুর্নীতি কে প্রশয় দেয়া হবে না : জাতীয় নাগরিক কমিটি ফতুল্লা থেকে অপহৃত ২ শিশু বরিশাল থেকে উদ্ধার মহানবী সা:-কে নিয়ে কটূক্তি করা শিক্ষককে চাকরিচ্যুতের দাবি টাইম ম্যাগাজিনের বর্ষসেরা ব্যক্তি ট্রাম্প আন্তর্জাতিক স্বাস্থ্য দিবসে রিকের র‌্যালি ও মানববন্ধন অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ, সাধারণ সম্পাদক সোহেল চুয়েটে র‌্যাগিংয়ের দায়ে ১১ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার ঢাকায় উচ্চমাত্রার হর্ন ব্যবহার না করতে ডিএমপির নির্দেশনা তামিমের ঝড়ে জয় পেল চট্টগ্রাম তথ্য উপদেষ্টার বক্তব্য নিয়ে ধোঁয়াশা, কর্মকর্তা প্রত্যাহার

সকল