১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

গুলি করে দক্ষিণ আফ্রিকান ফুটবলারকে হত্যা

-

দক্ষিণ আফ্রিকান ফুটবলার লুক ফ্লেয়ার্স বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। ২৪ বছর বয়সী এই ফুটবলারকে গুলি করে তার গাড়ি নিয়ে পালিয়ে যায় হামলাকারীরা। ঘটনাটি ঘটে গত বুধবার রাতে জোহানেসবার্গে একটি পেট্রোল স্টেশনে। পুলিশের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল মাভেলা মাসোন্ডো গত পরশু সাংবাদিকদের জানান, ওই পেট্রোল স্টেশনে গাড়িতে তেল নেয়ার অপেক্ষায় ছিলেন ফ্লেয়ার্স। এ সময় দু’জন সশস্ত্র ব্যক্তি সেখানে এসে তাকে গাড়ি থেকে নামতে বলে ও গুলি করে। দক্ষিণ আফ্রিকার লিগে ১২ বারের চ্যাম্পিয়ন কাইজার চিফসের হয়ে খেলতেন ফ্লেয়ার্স। তার মৃত্যুতে শোক জানিয়েছে দক্ষিণ আফ্রিকান ফুটবল অ্যাসোসিয়েশন।


আরো সংবাদ



premium cement