২৩ বছর পর অস্ত্র মামলার আসামী গ্রেফতার
- চট্টগ্রাম ব্যুরো
- ০৬ এপ্রিল ২০২৪, ০০:০০
২৩ বছর আগে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার হয়েছিল নোয়াখালীর হাতিয়া থানার বিরবিরি এলাকার মোহাম্মদ শাহজাহান। কিছু দিন জেল খেটে জামিনে এসেছে দীর্ঘ ২৩ বছর আত্মগোপনে ছিলেন তিনি। অবশেষে গতকাল শুক্রবার চট্টগ্রাম নগরের হালিশহর থানাধীন বড়পোলস্থ কোয়েস্ট মেডিকেল সার্ভিস এন্ড ডায়াগনস্টিক সেন্টার থেকে তাকে গ্রেফতার করে র্যাব। গ্রেফতার শাহজাহান হাতিয়া থানার মুর্শিদের রহমানের ছেলে।
র্যাবের সহকারি পরিচালক (মিডিয়া) নূরুল আবছার বলেন, নোয়াখালীর হাতিয়া থানায় শাহজাহানের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা ছিল। ওই মামলায় তার ১৭ বছরের সাজা হয়। মামলা হওয়ার পর থেকেই সে আত্মগোপনে ছিল। গ্রেফতারের পর গতকাল শুক্রবার দুপুরে তাকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা