লন্ডনে সামাজিক ব্যবসা পরিদর্শনে ড. ইউনূস
- নিজস্ব প্রতিবেদক
- ০৫ এপ্রিল ২০২৪, ০১:০১
নোবেল বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস সম্প্রতি লন্ডনে বিভিন্ন সামাজিক ব্যবসা পরিদর্শন করেছেন। তাঁর সামাজিক ব্যবসার ধারণার ওপর প্রতিষ্ঠিত ‘সোশ্যাল এন্টারপ্রাইজ ইউ.কে’ এর আমন্ত্রণে গত মাসের শেষের দিকে তিনি এই সামাজিক ব্যবসাগুলো পরিদর্শন করেন। এই উপলক্ষে সিভিল সোসাইটি ও সরকারের উচ্চপর্যায়ের বিশিষ্ট ব্যক্তিদের সাথে সামাজিক ব্যবসার উদ্দেশ্য ও সামাজিক ব্যবসা পরিচালনা নিয়ে তার ফলপ্রসূ বৈঠক হয়। গতকাল গণমাধ্যমে ইউনূস সেন্টার থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
এতে বলা হয়, তার লন্ডন সফর শুরু হয় ২৩ মার্চ সোশ্যাল এন্টারপ্রাইজ ইউ.কেতে তাকে অভ্যর্থনার মাধ্যমে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাউস অব লর্ডসের সদস্য ব্যারোনেস হেলেনা কেনেডি, হাউস অব পার্লামেন্টের সিবিই লর্ড ভিক্টর অ্যাডেবোয়লে, গ্লাসগো ক্যালেডোনিয়ান বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রিন্সিপাল ও ভাইস চ্যান্সেলর প্রফেসর পামেলা জিলেস এবং সিভিল সোসাইটির অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা