১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

১১ বছর ধরে নিখোঁজ জাকির হোসেনের সন্ধান চায় ছাত্রশিবির

-

২০১৩ সালের ৩ এপ্রিল ঢাকা থেকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক আটক রাজধানীর আদাবর থানা ছাত্রশিবিরের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি হাফেজ জাকির হোসেনের সন্ধানের দাবিতে বিবৃতি দিয়েছে সংগঠনটি।
গতকাল এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল জাহিদুল ইসলাম বলেন, পুলিশ কর্তৃক গ্রেফতারের পর গুম হওয়া সন্তানের জন্য মা-বাবার প্রতীক্ষার প্রহর দীর্ঘ হলেও অমানবিক আচরণেই অটল রয়েছে প্রশাসন।
২০১৩ সালের ২ এপ্রিল রাত ৪টায় সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শ্যামলী রিং রোডের ১৯/৬ টিক্কাপাড়ার বাসা থেকে হাফেজ জাকির হোসেনকে গ্রেফতার করে নিয়ে যায়। পরের দিন ৩ এপ্রিল মোহাম্মদপুর শিয়া মসজিদ এলাকায় অবস্থিত র্যাব-২ ক্যাম্প এবং মোহাম্মদপুর ও আদাবর থানায় খোঁজ নেয়া হয়। কিন্তু তাকে গ্রেফতারের কথা প্রশাসন অস্বীকার করে। পরে ৪ এপ্রিল তার সন্ধানের বিষয়ে মোহাম্মদপুর থানায় বড়ভাই সাধারণ ডায়রি করেন। বিজ্ঞপ্তি।

 

 


আরো সংবাদ



premium cement