১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ছাত্রলীগের সংঘর্ষে সাতক্ষীরা মেডিক্যাল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ

-

সাতক্ষীরা মেডিক্যাল কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল মঙ্গলবার বেলা আড়াইটায় হল ত্যাগের নির্দেশ দেয়ার পাশাপাশি মেডিক্যাল কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বলে সাতক্ষীরা মেডিক্যাল কলেজের হল সুপার ও তথ্য কর্মকর্তা অধ্যাপক নাসির উদ্দিন গাজী জানান।
নাসির উদ্দিন সাংবাদিকদের বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি কর্তৃক সাতক্ষীরা মেডিক্যাল কলেজের একটি কমিটি ঘোষণা করা হয়েছে। ওই কমিটিকে কেন্দ্র করে দুই গ্রুপ মুখোমুখি অবস্থান নেয়। এটি সংঘর্ষের পর্যায়ে চলে যেতে পারে; এতে কলেজের সুষ্ঠু পরিবেশ বিঘিœত হওয়ার আশঙ্কা আছে। এ আশঙ্কায় সাতক্ষীরা মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে ছাত্রছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দিয়েছেন।

 


আরো সংবাদ



premium cement