চুয়াডাঙ্গায় স্বামী-স্ত্রী হত্যা মামলার রায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
- চুয়াডাঙ্গা প্রতিনিধি
- ০৩ এপ্রিল ২০২৪, ০১:৩৮
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আলোচিত স্বামী- স্ত্রীকে গলা কেটে হত্যার দায়ে তিনজনের মৃত্যুদণ্ডের আদেশ ও ২০ হাজার টাকা জরিমানা করে রায় দিয়েছেন বিজ্ঞ আদালত। একইসাথে আরো একজন আসামিকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টায় আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক মো: মাসুদ আলী।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, আলমডাঙ্গার আসাননগর গ্রামের ক্লাবপাড়ার বজলুর রহমানের ছেলে সাহাবুল হক (২৪), একই গ্রামের শেষ পাড়ার পিন্টু রহমানের ছেলে রাজিব হোসেন (২৫) ও মাঝের পাড়ার মাসুদ আলীর ছেলে বিদ্যুত আলী (২৩)। কারাদণ্ডপ্রাপ্ত আসামি আসাননগর স্কুল পাড়ার তাহাজ উদ্দীনের ছেলে শাকিল হোসেন (২৩)।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা