১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

চট্টগ্রামে বোটে আগুন : নিহত বেড়ে ৩

-

চট্টগ্রাম নগরের পতেঙ্গায় ফিশিং বোটে অগ্নিকাণ্ডের ঘটনায় চিকিৎসাধীন মাহমুদুল করিম (৩৯) নামের আরো একজন মারা গেছেন। এর আগে আরো দুজন মারা যান।
সোমবার সকাল সাড়ে ৮টায় রাজধানীর শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মাহমুদুল করিম মারা যান। তিনি মহেশখালী পৌরসভার ঘোনারপাড়া এলাকার বাদশা মিয়ার পুত্র। তিনি ফিশিং বোটের শ্রমিক ছিলেন।
এর আগে বৃহস্পতিবার চট্টগ্রামে পতেঙ্গায় ওই ফিশিংবোটে আগুন লেগে ৪ জন আহত ও দুজন নিখেঁাঁজ ছিলেন। দুদিন পর নিখোঁজ আব্দুল জলিলের লাশ কর্ণফুলী নদী থেকে উদ্ধার করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় রবিবার শাহ আলম মাঝি ও সোমবারে মাহমুদুল করিমের মৃত্যু হয়। এ ঘটনায় এখন পর্যন্ত তিন জনের মৃত্যু হয়েছে।


আরো সংবাদ



premium cement