ফরেস্টার সজল হত্যার প্রতিবাদে বান্দরবানে বন কর্মীদের মানববন্ধন
- বান্দরবান প্রতিনিধি
- ০২ এপ্রিল ২০২৪, ০৩:৪৪
কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জের দোছড়ি বিটে কর্মরত বিট কর্মকর্তা মো: সাজাদুজ্জামান সজল কে ডাম্পার ট্রাকের চাকায় পিষ্ট করে হত্যার প্রতিবাদে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে বান্দরবান বন বিভাগের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা নিরাপত্তার পাশাপাশি সজল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে হত্যাকারীকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান। মানববন্ধনে বান্দরবান সদর রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা সুলতান মাহমুদ টিটু, অভিজিত কুমার বড়–য়া, আব্দুল মান্নান, জুয়েল চৌধুরী, আনোয়ারুল ইসলাম, আখতারুজ্জামানসহ বন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা