১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

ইউএস-বাংলার নতুন এয়ারবাসের পরীক্ষামূলক ফ্লাইট

-

ইউএস-বাংলার এয়ারবাস ৩৩০-৩০০ উড়োজাহাজের পরীক্ষামূলক ফ্লাইট গত রোববার সম্পন্ন হয়েছে। ইউএস বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মো: কামরুল ইসলামের পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনার অংশ হিসেবে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ ও ইউএস-বাংলা এয়ারলাইন্সের ২১০ জন কর্মকর্তা ও কর্মচারীকে নিয়ে ৩১ মার্চ বিকেল ৪টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করে এয়ারবাস ৩৩০-৩০০। একই দিন বিকেল ৫টা ৫৫ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে ঢাকায় নিরাপদে অবতরণ করে।
দ্রুতগতিসম্পন্ন এয়ারবাসটি ঢাকা থেকে চট্টগ্রামে যেতে সময় লাগে মাত্র ৩০ মিনিট। চট্টগ্রাম ও ঢাকায় অবতরণ করার সময় উড়োজাহাজে অবস্থানরত যাত্রীরা করতালির মাধ্যমে ককপিট ক্রুদের অভিনন্দন জানান।
এই এয়ারবাস দিয়ে খুব শিগগিরই ঢাকা-দুবাই, ঢাকা-কুয়ালালামপুর রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নেয়া হয়েছে। এ ছাড়া দ্রুততম সময়ে ঢাকা থেকে জেদ্দা রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে।
আগামী দুই মাসের মধ্যে ইউএস-বাংলার বহরে আরো একটি ৩৩০-৩০০ এয়ারক্রাফট যুক্ত হতে চলেছে। বর্তমানে ইউএস-বাংলার বহরে ২৩টি এয়ারক্রাফট রয়েছে।

 


আরো সংবাদ



premium cement