দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠায় কাজ করছে লইয়ার্স কাউন্সিল : মতিউর রহমান আকন্দ
- ০২ এপ্রিল ২০২৪, ০৩:৩৯
বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল চাঁপাইনবাবগঞ্জ বার ইউনিটের উদ্যোগে গতকাল জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আইনজীবীদের নিয়ে ইফতার মাহফিল ও নবীনদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বাংলাদেশ লইয়ার্স কাউন্সিলের সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মো: মতিউর রহমান আকন্দ। লইয়ার্স কাউন্সিল চাঁপাইনবাবগঞ্জ বার ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মহাম্মদ ইসহাকের সভাপতিত্বে ও অ্যাডভোকেট নূরে আলম সিদ্দিকীর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবঞ্জ বারের বর্তমান সভাপতি মো: সোলায়মান বিশু, সাবেক সভাপতি গোলাম কবির ও মোসাদ্দেক হেসেন কাজল, সাবেক সেক্রেটারি আব্দুল ওয়াদুদ, হামিদুল হক, এডিশনাল পিপি রবিউল হক, সিনিয়র আইনজীবী আলহাজ মকবুল হোসেন, মতিউর রহমান, নূরুল ইসলাম সেন্টু, শাহনেওয়াজ খান পান্না, রবিউল হক দোলন, তাহিদ জামিল, সোহরাব আলী ও সদ্রুল আমীন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে মতিউর রহমান আকন্দ বলেন, যে সমাজে ন্যায়বিচার নেই তা সভ্য সমাজ হতে পারে না। যে জাতি ন্যায়বিচার নিশ্চিত করতে পেরেছে, তারা ইতিহাসে সভ্য জাতি হিসেবে পরিচিতি লাভ করেছে। যারা আল্লাহকে ভয় করেন, তারাই ন্যায়বিচার প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারেন। আল্লাহর ভয় সৃষ্টি করতে পারে মাহে রমজানের রোজা। আমরা যারা আইনাঙ্গনে কাজ করছি, তাদের দায়িত্ব হলো আল্লাহর ভয়কে মনে জাগ্রত রেখে ন্যায়বিচার নিশ্চিত করতে আদালতকে সহযোগিতা করা। আমাদের দেশে আজও পরিপূর্ণভাবে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়নি।
তিনি আরো বলেন, আজকের পৃথিবীতে মানবজাতির বিপর্যয়ের মূল কারণ হচ্ছে মানুষ ন্যায় ও ইনসাফ থেকে দূরে সরে এসেছে। কুরআন মানুষের মধ্যে ন্যায় ও ইনসাফের কথা বলে। পবিত্র মাহে রমজানে আল্লাহ মানবজাতির জন্য রোজা ফরজ করেছেন যাতে করে মানুষ তাকওয়ার গুণ অর্জন করতে সক্ষম হয়। তাকওয়া মানুষের বিবেকবোধ জাগ্রত করে। তাকওয়া মানুষকে অন্যায়, অসত্য, মিথ্যা ও তার ভয়াবহ পরিণতি থেকে মানুষকে বিরত থাকতে উদ্বুদ্ধ করে। তাকওয়ার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা এবং অন্যায়, মিথ্যা ও পাপাচার থেকে বিরত থাকা। তিনি বলেন, কুরআনের আলোকে সামগ্রিক পরিবর্তনে ভূমিকা রাখতে হবে। বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল আইনজীবীদের মধ্যে ন্যায়, ইনসাফ ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে আইন অঙ্গণে কাজ করছে। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য বাংলাদেশ লইয়ার্স কাউন্সিল ভূমিকা পালন করে যাচ্ছে। বিজ্ঞপ্তি।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা