১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
চট্টগ্রামে উলামা-মাশায়েখ পরিষদের ইফতার মাহফিল

অপসংস্কৃতির আগ্রাসন প্রতিরোধে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন : আ ক ম আবদুল কাদের

-

অপসংস্কৃতির আগ্রাসন প্রতিরোধে ইমামরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. আ ক ম আবদুল কাদের। তিনি বলেন, একজন ইমামকে খুতবার মাধ্যমে প্রমাণ করতে হবে যে, ইমাম শুধু মসজিদের ভেতরই নয় বরং মসজিদের বাইরে তথা গোটা সমাজের জন্যই তিনি ইমাম।
গতকাল রোববার চট্টগ্রাম মহানগর উলামা-মাশায়েখ পরিষদের উদ্যোগে আয়োজিত সম্মেলন ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
উলামা-মাশায়েখ পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ হোসাইন শরীফের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক।
প্রধান অতিথির বক্তব্যে আ ক ম আবদুল কাদের বলেন, দাওয়াতের মাঠে আমাদের কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। ইসলামের দাওয়াত দেয়ার ক্ষেত্রে প্রক্রিয়াগত সমস্যা হয়। পর্যাপ্ত প্রস্তুতির সমস্যা হয়। বিচক্ষণতার সাথে পশ্চিমারা আমাদের চেয়ে এগিয়ে। যার কারণে ইসলাম সম্পর্কে জাতির কাছে ভুল মেসেজ যাচ্ছে। এতে দাওয়াতি মাঠে সঠিক দাওয়াত পৌঁছাতে সময় লাগে। তিনি বলেন, সমাজ ও রাষ্ট্রকে দাওয়াতের অনূকূলে আনার চেষ্টা করতে হবে। উলামাদের সামাজিক যোগাযোগ আরো বৃদ্ধি করতে হবে। জনসাধারণের কাছে ইসলামের মূলভাব তুলে ধরতে হবে। পশ্চিমা এনজিওগুলো ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে। তারা বিভিন্ন চাকরির নাম করে আমাদের মুসলিম নারীদের ঘরের বাহিরে বের করেছে। নারীদের উসকে দিচ্ছে নারী-পুরুষ সমান বলে। দাওয়াতি পরিবেশ তৈরি করতে ইসলামী এনজিও প্রতিষ্ঠা করতে হবে। আমাদের ইসলামিক মিডিয়া গড়ে তুলতে হবে। অর্থনৈতিক সমস্যার সুষ্ঠু সমাধান বের করতে হবে।
সভাপতির বক্তব্যে প্রফেসর আবু বকর রফিক বলেন, দাওয়াতি ইল্লাল্লাহ একটি সম্মানের কাজ। হিকমতের সাথে আমাদের দাওয়াতি কাজ করে যেতে হবে। তিনি বলেন, যদি কেউ জিহাদ করে, জিহাদের মতো করতে হবে। যদি কেউ প্রাচুর্য পাওয়ার জন্য বা নাম খুঁড়ানো জন্য করে, তাহলে সেটি জিহাদ হিসেবে কবুল হবে না। রাসূল সা:-এর হাদিস থেকে আমাদের শিক্ষা নিতে হবে। মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিতে হবে।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- মাওলানা মমতাজুর রহমান, মুফাসসির মাওলানা আনোয়ার, মুহাদ্দিস মাওলানা মাহবুব, মাওলানা মহসিন, মাওলানা সোলাইমান, মাওলানা ফয়েজ, মাওলানা আইয়ুব আনসারী প্রমুখ।


আরো সংবাদ



premium cement

সকল