যারা ভারতের দালালি করে তাদেরকে প্রতিরোধ করতে হবে : মাওলানা জালালুদ্দীন
- ০১ এপ্রিল ২০২৪, ০০:০৫
বাংলাদেশ খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেছেন, ভারত আমাদের শিক্ষা, সাংস্কৃতি ধ্বংস করে দিচ্ছে। ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে রুখে না দাঁড়ালে বাংলাদেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব ধ্বংস হয়ে যাবে। ভারতের পণ্য বর্জন করা এখন সময়ের দাবি। ভারত বাংলাদেশ ও জনগণের কল্যাণে কাজ করে না। ভারত শুধু আওয়ামী লীগের কল্যাণে কাজ করে। বর্তমান সরকার একচেটিয়া ভারতের দালালি করে যাচ্ছে। তাই যারা ভারতের দালালি করে তাদের প্রতিরোধ করতে হবে। এ সরকার ভারতের ওপর ভর করে ক্ষমতায় এসেছে। এ ক্ষমতা বেশি দিন টিকবে না।
গতকাল বাংলাদেশ খেলাফত যুব মজলিস গাজীপুর মহানগর শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। গাজীপুরের হলিডে রেস্টুরেন্টে শাখা সভাপতি কাজী নিজাম উদ্দীনের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা মুর্শেদ কামাল চৌধুরীর পরিচালনায় বিশেষ অতিথির বক্তৃতা করেন, সংগঠনের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা আবুল হাসানাত জালালী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান। বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মুফতি নাসির উদ্দীন খান, বাসন থানা উলামা পরিষদের সভাপতি মাওলানা আবু নাঈম কাসেমী প্রমুখ।
জালালুদ্দীন আহমদ বলেন, বহু মামলার আসামি মুক্তি পেলেও আজ তিন বছর ধরে সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হককে অবৈধ ও মিথ্যা মামলা দিয়ে করাগারে রেখেছে। মাওলানা মামুনুল হককে ঈদের আগে মুক্তি দিতে হবে। না হয় দেশের জনগণ কঠোর আন্দোলনে নামতে বাধ্য হবে এবং এ আন্দোলন সরকার পতনের আন্দোলনে রূপান্তরিত হবে। তখন ক্ষমতা ছেড়ে পালানো ছাড়া কোনো উপায় থাকবে না। বিজ্ঞপ্তি
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা