বগুড়ার প্রকৌশলী মিঠুর ২০ বছরের গবেষণার ফল স্থাপত্যশিল্পে বঙ্গবন্ধুর মুখচ্ছবি
- বগুড়া অফিস
- ০১ এপ্রিল ২০২৪, ০০:০৫
বগুড়ার স্থাপত্যবিদ এ.বি.এম. মনোয়ারুল হাসান মিঠু ২০ বছর গবেষণা করে স্থাপত্যশিল্পে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুখচ্ছবি তৈরি করেছেন। এ শিল্পকর্ম সরকারি বা বেসরকারি স্থাপত্যশিল্পে বাস্তবায়নে সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেছেন। তিনি ইতোমধ্যেই নকশার একটি থ্রি-ডি তৈরি করেছেন। সেখানে পাঁচতলাবিশিষ্ট একটি স্থাপত্যকে বিভিন্ন দিক দিয়ে ফুটিয়ে তুলেছেন। ভবনটি আকাশ থেকে দেখতে অবিকল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মতো লাগবে। স্থাপত্যবিদ মিঠু পুরো গবেষণা শেষ করে যখন নিজের প্রতি দৃঢ় আস্থা দেখতে পেয়েছেন, তখন তিনি বিষয়টি গণমাধ্যমকর্মীদের কাছে উপস্থাপন করেছেন। গতকাল রোববার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে মিঠু বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাতেই এ প্রয়াস। পৃথিবীর কোথাও মানুষের প্রতিকৃতি দিয়ে নির্মিত কোনো স্থাপনা নেই। তাই, মানুষের প্রতিকৃতি দিয়ে প্রস্তুতকৃত এটিই হবে পৃথিবীর সর্বপ্রথম স্থাপনা।
মিঠুর নকশা এবং থ্রি-ডি অনুযায়ী ভবনটি বাস্তবায়নে জায়গা প্রয়োজন চার লাখ ২৬ হাজার ৭৬৫ বর্গফুট বা ৯ দশমিক ৮৮১ একর। মূল অবকাঠামোটি হবে ২ লাখ ২৪ হাজার ৪১৫ দশমিক ২৩ বর্গফুট। ৫ তলা বিশিষ্ট এই অবকাঠামোটি নির্মাণে জমির আনুমানিক মূল্যসহ ব্যয় হবে প্রায় ৮০০ কোটি টাকা। প্রকল্পটি বাস্তবায়নে সময় প্রয়োজন প্রায় ৩ বছর।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা