১৬ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩০, ১৩ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

যুক্তরাষ্ট্রে ২ পুলিশ সদস্যকে গুলি

-

দুইজন পুলিশ অফিসারকে গুলির ঘটনায় যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের নেভাদা সিটির একটি আবাসিক বাড়ি ঘিরে রেখেছে পুলিশের একটি স্পেশাল ওয়েপন্স এন্ড ট্যাক্টিস (সোয়াত)-এর দল। পুলিশ জানিয়েছে, দুইজন পুলিশ অফিসারকে গুলি করে আহত করেছেন এক সন্দেহভাজন। গুলিবিদ্ধ হওয়ার সাথে সাথে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেলা দেড়টার পর শুরু হওয়া এই অভিযানে অন্য কোনো ব্যক্তি বা পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন কি না তা জানা যায়নি। এপি।
ওই ঘটনার পর আশপাশের রাস্তাগুলো বন্ধ করে দিয়েছে পুলিশ। কিছু বাড়ি খালি করে দিয়েছে তারা। এ ছাড়া অনেক বাসিন্দাকে ওই শহর থেকে কয়েক মাইল দূরে সরিয়ে নিয়েছে। স্পার্কস শহরের পুলিশ লেফটেন্যান্ট ক্রিস রোই ঘটনাস্থলের কাছে এক প্রাথমিক সংবাদ সম্মেলনে বলেন, পুলিশ অফিসারদের গুলি করা হয়েছে। রোই বলেন, সন্দেহভাজন এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছেন। তবে তাকে আটক করা হয়েছে। কিন্তু অফিসারদের আঘাতের বিষয়ে কোনো তথ্য দেননি তিনি। তা ছাড়া গুলিবিদ্ধ অফিসাররা স্পার্কস শহরের ছিল কি না তা-ও জানা যায়নি।


আরো সংবাদ



premium cement