মেক্সিকোর উপকূলে নৌকা ডুবে ৮ অভিবাসীর মৃত্যু
- নয়া দিগন্ত ডেস্ক
- ৩১ মার্চ ২০২৪, ০১:৫৭
মেক্সিকোর দক্ষিণ প্রশান্ত মহাসাগরের উপকূলে নৌকা ডুবে ৮ অভিবাসীর মৃত্যু হয়েছে। নিহতরা স্পষ্টতই এশিয়ান বলে শুক্রবার জানিয়েছে কর্তৃপক্ষ। মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় অঙ্গরাজ্য ওসাকার প্রসিকিউটররা জানিয়েছেন, নৌকা ডুবির ঘটনায় একজন বেঁচে গেছেন। তিনি এশিয়ান। তাই প্রাথমিক তদন্তের ভিত্তিতে নিহতরা এশিয়ার বলে মনে হচ্ছে। মেক্সিকো সীমান্তের প্রায় ৪০০ কিলোমিটার পূর্বে অবস্থিত প্লেয়া ভিসেন্টে শহরের একটি সমুদ্র সৈকতের কাছে লাশগুলো পাওয়া গেছে। নৌকা ডুবির কারণ অনুসন্ধান করছে কর্তৃপক্ষ। এপি ।
মেক্সিকো পেরিয়ে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য সমুদদ্রপথে এটিই মূল রুট। মেক্সিকোর ভেতরে অভিবাসন চেকপয়েন্ট ফাঁকি দিতে এই পথ ব্যবহার করেন তারা। কিন্তু বেশির ভাগ অভিবাসী স্থলপথেই যাতায়াত করেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা