ঈদে মহাসড়কে যান চলাচল নির্বিঘ্ন করতে পুলিশের মতবিনিময় সভা
- ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা
- ৩১ মার্চ ২০২৪, ০১:৫৬
ঢাকা-আরিচা মহাসড়কে ঈদে ঘরমুখো যাত্রী সাধারণের চলাচল নির্বিঘ্ণ করতে মতবিনিময় ও পথসভা করেছেন মানিকগঞ্জের পুলিশ সুপার গোলাম আজাদ খান। গতকাল শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জেলা পুলিশের উদ্যোগে ঢাকা-আরিচা মহাসড়কের নয়াডিঙ্গি, মানিকগঞ্জ বাসস্ট্যান্ড, বানিয়াজুরী, বরঙ্গাইল, টেপড়া, পাটুরিয়া বাসস্ট্যান্ড এবং পাটুরিয়া-আরিচা ফেরি ও লঞ্চঘাট পরিদর্শনসহ বাস, মিনিবাস, ট্রাক, অটোটেম্পু চালক ও শ্রমিকদের সাথে পথসভা করেন পুলিশ সুপার।
পথসভা শেষে সড়কে শৃঙ্খলা ও যানজটমুক্ত যাতায়াত নির্বিঘেœর লক্ষ্যে শিবালয় থানা কম্পাউন্ডে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার গোলাম আজাদ খান। আরও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল ) মারুফা নাজনীন, শিবালয় উপজেলা চেয়ারম্যান রেজাউর রহমান জানু প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, ঘিওর থানার ওসি সুকুমার বিশ্বাস, শিবালয় থানার ওসি আব্দুর রউফ সরকার, সদর থানার ওসি হাবিল হোসেনসহ বিআইডব্লিউর কর্মকর্তা-কর্মচারীরা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা