০৭ জানুয়ারি ২০২৫, ২৩ পৌষ ১৪৩১, ৬ রজব ১৪৪৬
`

আ’লীগ সোমালিয়ান জলদস্যুদের মতো গণতন্ত্র লুট করেছে : নোমান

-

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমান বলেছেন, সোমালিয়ান জলদস্যুরা যেভাবে গভীর সমুদ্রে জাহাজ লুট করে ঠিক একইভাবে আওয়ামী লীগ সোমালিয়ান জলদস্যুদের মতো বাংলাদেশের গণতন্ত্র ও ভোটাধিকার লুট করেছে। আওয়ামী লীগের কবল থেকে লুণ্ঠিত গণতন্ত্র পুনরুদ্ধার করতে হলে ডান-বাম ও মধ্যপন্থী দেশপ্রেমিক সকল রাজনৈতিক দলকে একই মোহনায় মিলিত হয়ে সম্মিলিতভাবে আন্দোলন জোরদার করতে হবে।
তিনি গত বৃহস্পতিবার বিকেলে নগরীর হালিশহরস্থ একটি কনভেনশন হলে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের সার্বিক সহযোগিতায় চট্টগ্রাম-৩ সন্দ্বীপ নির্বাচনী এলাকার বিএনপি ও অঙ্গসংগঠনসমূহের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

সন্দ্বীপ উপজেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট আবু তাহেরের সভাপতিত্বে ও বিএনপি নেতা মনির তালুকদার ও জামসিদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির তরুণ কেন্দ্রীয় নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাথী উদয় কুসুম বড়–য়া, উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, সাংবাদিক জাহেদুল করিম কচি, হালিশহর থানা বিএনপির সভাপতি মোশারফ হোসেন ডিপ্টি, সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহ্বায়ক আহছানুল কবির রিপন তালুকদার, সদস্য সচিব আলমগীর হোসাইন ঠাকুর, উত্তর জেলা বিএনপির সদস্য আজমত আলী বাহাদুর, সন্দ্বীপ উপজেলা বিএনপি নেতা জাহাঙ্গীর আলম, আবদুল ওহাব কবির, আশরাফ উদ্দীন জনি, মাস্টার আবুল কাশেম, আবু সুফিয়ান সুজন, শফিকুল আলম, আকবর ভূঁইয়া প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, আমরা স্বৈরাচারের রক্তচক্ষুকে ভয় করি না। এদেশ কারো পৈতৃক সম্পত্তি নয়; মুক্তিযোদ্ধাদের রক্তের বিনিময়ে অর্জিত এ স্বাধীন দেশে আমাদের সকলের সবকিছুতে সমান অধিকার পুনঃপ্রতিষ্ঠা করব। স্বৈরাচারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনরুদ্ধার আমরা অবশ্যই করব।


আরো সংবাদ



premium cement