দেশের জনগণের জন্য জীবন দিতে প্রস্তুত -আমিনুল হক
- নিজেস্ব প্রতিবেদক
- ২৯ মার্চ ২০২৪, ০০:০০
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক বলেছেন, জনগণ আমাদের আন্দোলনে সাড়া দিয়ে ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন করেছে। জনগণ আমাদের কথা রেখেছে। তাদের প্রতিদান আমাদের দিতে হবে। এ জন্য রাজপথ ছাড়া যাবে না। আন্দোলন-সংগ্রামের মাধ্যমেই ফিরিয়ে আনতে হবে বাকস্বাধীনতা, দেশবাসীকে ফিরিয়ে দিতে হবে তাদের ভোটাধিকার।
গতকাল বৃহস্পতিবার বাড্ডা থানাধীন ২১, ৩৭, ৩৮, ৪১, ৪২, ৯৭ নম্বর ওয়ার্ড এবং রামপুরা থানাধীন ২৩, ৯৮ নম্বর ওয়ার্ড বিএনপির ইফতার ও দোয়া মাহফিল-পূর্ব আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমিনুল হক বলেন, এবার প্রতিবাদ নয়, প্রতিরোধ গড়ে তেলার জন্য সবাইকে প্রস্তুত হতে হবে। প্রয়োজনে এ দেশের জনগণের জন্য জীবন দিতে প্রস্তুত।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ বিএনপি নেতাদের সুস্থতা কামনায় এ ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করে বাড্ডা ও রামপুরা থানা বিএনপির নেতারা।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা