চট্টগ্রামে ডিবি পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ
- চট্টগ্রাম ব্যুরো
- ২৯ মার্চ ২০২৪, ০০:০০
চট্টগ্রাম নগরে ডিবি পুলিশ পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ করে টাকা মোবাইল হাতিয়ে নেয়া চক্রের চারজনকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ। বুধবার তাদের গ্রেফতার করা হলেও গতকাল বৃহস্পতিবার গ্রেফতারের কথা জানান পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন- রাকিবুল হাসান রাকিবের (২৮), সাদমান ফয়েজ সংলাপ (২৭), মো: ইসমাইল হোসেন (২৭) ও ওমর বিন কিবরিয়া (২৬)।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কেপায়েত উল্লাহ জানান, অপরাধী চক্রটি দুলাল নামের এক ব্যবসায়ীকে মালামাল কিনে নেয়ার কথা বলে নগরের সাগরিকা মোড়ে ডেকে নিয়ে যান। এক পর্যায়ে নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে দুলালকে মারধর করে আটকে রাখে। তার কাছ থেকে টাকা, সোনার আংটি, রোলেক্স ঘড়ি, মোবাইল নেয়ার পর নগদ অ্যাপস থেকে পিনকোড নিয়ে বিপুল পরিমাণ টাকা তুলে নেয়।
তিনি জানান, এ ঘটনায় অভিযোগ পেয়ে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে ফইল্যাতলী নোয়াখালী স্টোরের সামনে থেকে রাকিবুল হাসান রাকিব (২৮) ও সাহাবুদ্দি সাইমুনকে আটক করা হয়। পরে আরো দুইজনকে ধরা হয়।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা