১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১, ১২ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

শোক সংবাদ

-

আবদুস সোবহান মিয়া
বরগুনা-১ (সদর, আমতলী ও তালতলী) আসনের সংসদ সদস্য গোলাম সরোয়ার টুকুর বাবা আলহাজ আবদুস সোবহান মিয়া বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে গতকাল সকালে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স হয়েছিল ৮১ বছর। আজ সকালে বরগুনায় তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হবে। তার মৃত্যুতে শোকাভিভূত পরিবারের প্রতি কেন্দ্রীয় বিএনপি সহসম্পাদক ফিরোজ উজ জামান মামুন মোল্লা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, বরগুনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইমরান হোসেন টিটু, সিনিয়র সহসভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক আরিফ হোসেনসহ জেলার সর্বস্তরের মানুষ গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। বরগুনা জেলা প্রতিনিধি।

সগীর আহম্মেদ
ঝিকরগাছা উপজেলার নিত্যানন্দকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক, রংপুর বিভাগীয় পুলিশ কমিশনার (ডিআইজি) মনিরুজ্জামান বেল্টুর চাচা আলহাজ সগীর আহম্মেদ (৮০) গত মঙ্গলবার ভোরে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি স্ত্রী, তিন ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মঙ্গলবার বেলা ১১টায় শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমের লাশ দাফন করা হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন মরহুমের ভাতিজা রংপুর বিভাগীয় পুলিশ কমিশনার (ডিআইজি) মনিরুজ্জামান বেল্টু, ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মো: মনিরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সেলিম রেজা, আওয়ামী লীগ নেতা শরীফ বাদশা, শহিদুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, সাবেক শিক্ষক ও শিক্ষক সমিতির নেতৃবৃন্দ। ঝিকরগাছা (যশোর) সংবাদদাতা।


আরো সংবাদ



premium cement
রাষ্ট্র মেরামতের সময় জানতে চাওয়ার অধিকার জনগণের রয়েছে : তারেক রহমান বিজয় দিবস উপলক্ষ্যে ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী কর্মসূচি ঘোষণা আ’লীগের দেশবিরোধী কর্মকাণ্ডের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ গুম কমিশনের প্রতিবেদনে ভয়াবহ নির্যাতনের চিত্র বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা : সোনাগাজীতে আ’লীগ নেতা গ্রেফতার দেলদুয়ারে বিজয় দিবস উপলক্ষে বিনামূল্যে চিকিৎসাসেবা ভালুকায় সড়ক দুর্ঘটনায় সিএনজিচালক নিহত বরখাস্ত সিপাহী শাহীন বাহিনী সম্পর্কে অপপ্রচার করছেন : বিজিবি সব কোচের সাথে যেন সমান বিচার করা হয় : বার্সেলোনা কোচ বিজয় দিবসে শিশু পার্কে বিনা টিকিটে প্রদর্শনীর নির্দেশ লাউয়াছড়া বনে পাহাড়িকার চার বগি বিচ্ছিন্ন

সকল