স্বাধীনতা দিবস উপলক্ষে বায়তুল মোকাররমে আলোচনা ও দোয়া
- বাসস
- ২৭ মার্চ ২০২৪, ০০:০৫
‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৪’ উদযাপন উপলক্ষে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে কুরআন খতম ও বিশেষ দোয়া মুনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এছাড়া ‘স্বাধীনতার গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সব শহীদের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত, যুদ্ধাহত সব মুক্তিযোদ্ধার দীর্ঘায়ু কামনা এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেও দোয়া করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্মমন্ত্রী মো: ফরিদুল হক খান এমপি। বিশেষ অতিথি ছিলেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুঃ আ: হামিদ জমাদ্দার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মহা: বশিরুল আলম।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা
-
- ৫ঃ ৪০
- খেলা