১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১০ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`

এমজিএইচ গ্রুপের নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দুদকের

-

১৭ কোটি ২২ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে এমজিএইচ গ্রুপের নির্বাহী কর্মকর্তা আনিস আহমেদের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল সোমবার দুদকের প্রধান কার্যালয় থেকে এ অনুমোদন দেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সচিব খোরশেদা ইয়াসমিন। সূত্রে জানা যায়, তদন্ত কর্মকর্তা ও দুদক উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম অভিযোগপত্র দ্রুত আদালতে দাখিল করবেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামির বিরুদ্ধে অসৎ উদ্দেশ্যে ব্যক্তিস্বার্থে আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অসাধু উপায়ে অর্জিত ১৩৬ কোটি ২ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও নিজ ভোগ দখলে রাখার অভিযোগে ২০২২ সালের ২৮ ডিসেম্বর মামলা করে দুদক।

 


আরো সংবাদ



premium cement