২৩ জানুয়ারি ২০২৫, ০৯ মাঘ ১৪৩১, ২২ রজব ১৪৪৬
`

নেপালে আনন্দ ভ্রমণ শেষে দেশে ফিরেছে এক্সপ্রেশানস সদস্যরা

-

৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশের অন্যতম বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশানস লিমিটেড প্রতিষ্ঠানের সব সদস্যদের নিয়ে হিমালয়কন্যা নেপালে আনন্দ ভ্রমণ শেষে দেশে ফিরেছে গত ২৪ ফেব্রুয়ারি। চার দিনব্যাপী এই আনন্দ ভ্রমণে যোগ দিতে গত ২১ ফেব্রুয়ারি কাঠমান্ডুর উদ্দেশে রওনা দেয় এক্সপ্রেশানসের কর্মীরা।
ভ্রমণে নেতৃত্ব দেন প্রতিষ্ঠানটির পরিচালক এবং চিফ বিলিফ অফিসার সৈয়দ আপন আহসান। তিনি জানান, ৩১তম বছরে এক্সপ্রেশানস লিমিটেড বাংলাদেশে আজ একটি স্বনামধন্য প্রতিষ্ঠান। জন্মলগ্ন থেকেই প্রতিষ্ঠানটি স্বাধীনতা, দেশ, মাটি ও মানুষের চেতনাকে ধারণ করে চলেছে। দেশজ সংস্কৃতির সাথে আন্তর্জাতিক যোগাযোগ কৌশলকে সমন্বয় করে বিজ্ঞাপনের উৎকর্ষতা অর্জনে বিশ্বাসী বিজ্ঞাপনী সংস্থা এক্সপ্রেশানস লিমিটেড। কর্মীদের অভিজ্ঞতাকে ঋদ্ধ করতেই তাদের নিয়ে মাঝে মধ্যে দেশের বাইরে আনন্দ ভ্রমণের আয়োজন করে থাকে এক্সপ্রেশানস। এর আগেও ভারত ও থাইল্যান্ডে সব কর্মীকে নিয়ে ভ্রমণ আয়োজন করেছে প্রতিষ্ঠানটি। বিজ্ঞপ্তি।

 


আরো সংবাদ



premium cement