১৮ জানুয়ারি ২০২৫, ০৪ মাঘ ১৪৩১, ১৭ রজব ১৪৪৬
`

বরিশালে আবাসিক হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার

-

বরিশাল নগরীর একটি আবাসিক হোটেল থেকে ব্যবসায়ী রানা মিয়ার (২১) ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার ভোরে নগরীর পোর্ট রোডে হোটেল সী প্যালেসের একটি কক্ষ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
রানা নরসিংদীর শিবপুর থানার শবদর আলীর বাড়ির বাছেদ মিয়ার ছেলে। তিনি পেশায় ফল ব্যবসায়ী ছিলেন। কোতোয়ালি মডেল থানার এসআই সুমন বলেন, নরসিংদী থেকে লটকন ফল নিয়ে এসে নগরীর পোর্ট রোড এলাকার বিভিন্ন ফলের আড়তে পাইকারি বিক্রি করত রানা মিয়া। ব্যবসার সুবাদে গত সোমবার থেকে ভোরে পোর্ট রোড এলাকার হোটেল সি প্যালেসের তৃতীয়তলার ২০৯ নম্বর কক্ষে অবস্থান করছিলেন রানা। খবর পেয়ে সেখানে গিয়ে গামছা দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে তার। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।


আরো সংবাদ



premium cement