২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১, ২৪ জমাদিউস সানি ১৪৪৬ হিজরি
`
গণতন্ত্র মঞ্চ-বিএনপি বৈঠক

যৌথ রূপরেখা নিয়ে আলোচনা, সরকার পতনে একমত

-

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের যৌথ ঘোষণাপত্রের রূপরেখা নিয়ে গণতন্ত্র মঞ্চের সাথে বৈঠক করেছে বিএনপি।
জানা গেছে, গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি বাসায় দেড়ঘণ্টাব্যাপী এ বৈঠকে খসড়া রূপরেখার বিভিন্ন দফায় সংযোজন-বিয়োজন নিয়ে আবারো নিজস্ব মতামত দিয়েছে গণতন্ত্র মঞ্চ। বিশেষ করে সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংস্কার, দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার উচ্চকক্ষের নির্বাচন পদ্ধতি এবং নির্বাচনকালীন সরকারের কার্যক্রম নিয়ে তারা মতামত দিয়েছে। আজ আবারো গণতন্ত্র মঞ্চের সাথে এ নিয়ে বৈঠকে বসবে বিএনপি।
বৈঠকে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন উপস্থিত ছিলেন। অন্য দিকে গণতন্ত্র মঞ্চের পক্ষে সমন্বয়ক বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম ছিলেন।

 


আরো সংবাদ



premium cement