সায়েন্সল্যাবে বিস্ফোরণ ঘটনায় আরো ১ জনের মৃত্যু
- নিজস্ব প্রতিবেদক
- ২২ মার্চ ২০২৩, ০১:৩০
রাজধানীর নিউ মার্কেট থানার সায়েন্স ল্যাবরেটরি এলাকায় তিন তলা ভবনে বিস্ফোরণে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী নূর নবী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
গতকাল মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এই নিয়ে এ ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ছয়জনে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, সায়েন্স ল্যাবে বিস্ফোরণের ঘটনায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নূর নবী আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত নূর নবীর ভাই আলী হোসেন বলেন, আমার ভাই আইসিইউতে ছিল। গতকাল তার অবস্থার অবনতি হয়। এরপর দুপুরে ডাক্তার মৃত ঘোষণা করেন। আলী হোসেন আরো জানান, তাদের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচর থানার দড়িগাঁও এলাকায়। তাদের বাবার নাম জসিম উদ্দিন।
উল্লেখ্য, গত ৫ মার্চ সকালে বিস্ফোরণের সময় ভবনের নিচে থাকায় মাথায় ভারী বস্তু পড়ে গুরুতর আহত হন নূর নবী। এতে তার মাথা ফেটে যায় এবং ডান পা ভেঙে যায়। নূর নবী ঢাবির ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্র। তিনি বিশ্ববিদ্যালয়ের সার্জেন্ট জহুরুল হক হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা