২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩০, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬
`

গাজীপুরে বিষক্রিয়ায় মারা গেছে দুই বোন

-

গাজীপুরে বাবা-মা’র কাছে বেড়াতে এসে বিষক্রিয়ার মারা গেছে দুই শিশু বোন। এ সময় ছয় মাস বয়সী অপর এক শিশু গুরুতর অসুস্থ হলে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল মহানগরের সালনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় গেট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু আশামনি (৬) ও তার ছোট বোন আলিফা আক্তার (দেড় বছর) শেরপুর জেলার টিকারচর থানার দীঘলদী গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে। হাসপাতালে চিকিৎসাধীন গুরুতর অসুস্থ সিয়াম (ছয় মাস) ওই একই এলাকার হীরা মিয়ার ছেলে।


পুলিশ ও এলাকাবাসী জানায়, দুই শিশু সন্তান আশামনি ও তার ছোট বোন আলিফা আক্তারকে শেরপুরে তাদের নানীর কাছে রেখে তাদের বাবা আশরাফুল ইসলাম ও মা সফুরা বেগম গাজীপুর মহানগরের সালনা এলাকার ভাড়াবাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় চাকরি করেন। শনিবার ওই শিশু দু’টিকে নিয়ে বাবা-মা’র কাছে বেড়াতে আসেন তাদের নানী। গতকাল সকালে আশরাফুল তার দুই শিশু সন্তানকে বাসার পাশের একটি দোকান থেকে খাওয়ার জন্য ড্যানিস ও কেক কিনে দেন। এর কিছুক্ষণ পরই পর্যায়ক্রমে শিশু তিনটি অসুস্থ হয়ে পড়ে। পরে তাদেরকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশামনি ও আলিফাকে মৃত ঘোষণা করেন। একইভাবে তাদের ভাড়াবাসার অপর শিশু সিয়ামও অসুস্থ হয়ে পড়লে তাকে একই হাসপাতালে ভর্তি করা হয়েছে।


গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিকুল ইসলাম জানান, মৃত অবস্থায় শিশু দু’টিকে হাসপাতালে আনা হয়েছিল। খাদ্যে বিষক্রিয়ায় শিশু দু’টির মৃত্যু হতে পারে। তবে ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর প্রকৃত কারণ বলা ঠিক হবে না। সিয়াম আশঙ্কামুক্ত রয়েছে বলে জানান ওই চিকিৎসক।
গাজীপুর সদর থানার ওসি জিয়াউল ইসলাম জানান, শিশুদের সাথে তাদের বাবাও ওই খাবার খেয়েছে; কিন্তু বাবার কোনো সমস্যা হয়নি, শিশুদের কেন হলো তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রকৃত ঘটনা নির্ণয়ে কিছুটা সময় লাগবে।


আরো সংবাদ



premium cement