মামুনুল হকের মুক্তি দাবি
- নিজস্ব প্রতিবেদক
- ২৯ জানুয়ারি ২০২৩, ০০:০০
মাওলানা মুহাম্মাদ মামুনুল হকের নিঃশর্ত মুক্তি দাবি এবং সুইডেনে পবিত্র কুরআন পোড়ানো, পাঠ্যক্রমে ইসলামী শিক্ষা সঙ্কোচন, বিদ্যুৎ-গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ খেলাফত যুব মজলিস।
রাজধানীর মুহাম্মাদপুরে ঢাকা মহানগর শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান সুইডেনে তুরস্ক দূতাবাসের সামনে কুরআনে আগুন দেয়াকে গভীর ষড়যন্ত্র বলে আখ্যায়িত করে জাতিসঙ্ঘসহ আন্তর্জাতিক সংস্থাগুলোকে সুইডেনের মানবাধিকার পরিপন্থী কার্যকলাপের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।
তিনি আরো বলেন, মাওলানা মামুনুল হককে অন্যায়ভাবে ২২ মাস ধরে কারাবন্দী করে রেখেছে। অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়া না হলে মুক্তির আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হবে। তিনি আরো বলেন, পাঠ্যপুস্তক সংশোধনে মৌখিক আশ্বাস নয়, কার্যকর পদক্ষেপ দেখতে চাই।
নগর সভাপতি মাওলানা রাকীবুল ইসলামের সভাপতিত্বে ও সহ-সভাপতি মাওলানা জাহিদুজ্জামানের পরিচালনায় আরো বক্তৃতা করেন, মহানগরীর বাইতুল মাল বিভাগের সম্পাদক মাওলানা আব্দুল্লাহ আশরাফ, সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা মুর্শিদুল আলম সিদ্দিক, ঢাকা জেলা দক্ষিণের সভাপতি মাওলানা জাকির হোসাইন ও ছাত্রনেতা মাহমুদুল হাসান সাগর প্রমুখ।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা