১৯ জানুয়ারি ২০২৫, ০৫ মাঘ ১৪৩১, ১৮ রজব ১৪৪৬
`

গাজীপুরে বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়ার জেরে ব্যবসায়ী খুন

-

গাজীপুরে বন্ধুর স্ত্রীর সাথে পরকীয়ার জেরে এক ব্যবসায়ীকে গলা কেটে খুন করা হয়েছে। এ ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উদঘাটন করেছে বাসন থানা পুলিশ। এ ঘটনায় নিহতের বন্ধু চাচাতো ভাইকে গ্রেফতার করা হয়েছে। গতকাল জিএমপির বাসন থানার ওসি মালেক খসরু খান এ তথ্য জানিয়েছেন।
গ্রেফতারকৃতরা হলোÑ স্বপন মিয়া ওরফে আসলাম (৩১)। তিনি জামালপুর জেলা সদর থানার চর মল্লিকপুর এলাকার আব্দুর রহিমের ছেলে। নিহত মো: রনি বাবু (২২) একই থানার পাশের গ্রাম মল্লিকপুর এলাকার মোতাহার হোসেনের ছেলে।
পুলিশের ওই কর্মকর্তা জানান, গাজীপুর মহানগরীর বাসন থানাধীন মোগরখাল এলাকায় পৃথক বাসা ভাড়া নিয়ে সপরিবারে থাকত দুই বন্ধু ও সম্পর্কীয় চাচাতো ভাই আসলাম ও বাবু। তারা দু’জনই বিভিন্ন পোশাক কারখানায় সাব-কন্ট্রাক্টে ব্যবসা করত। গত শুক্রবার দুপুরে রনি বাবুর গলা কাটা লাশ তার গাজীপুরের ভাড়া বাসা থেকে উদ্ধার করে পুলিশ। ঘটনার দিন রনির অন্তঃসত্ত্বা স্ত্রী গ্রামের বাড়িতে অবস্থান করছিল। এ ঘটনায় থানায় মামলা করা হয়। নানা তথ্যের ভিত্তিতে গত রোববার বিকেলে ময়মনসিংহের ভালুকা এলাকা থেকে নিহতের বন্ধু আসলামকে আটক করে। জিজ্ঞাসাবাদে স্ত্রীর আথে পরকীয়ার জেরে রনিকে খুন করার কথা স্বীকার করে আসলাম জানিয়েছে লাশ উদ্ধারের আগের দিন রনিকে খুন করা হয়। গ্রেফতারকৃত আসলাম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে চাঞ্চল্যকর এ হত্যার ২৪ ঘণ্টার মধ্যে রহস্য উন্মোচন করে আসামিকে গ্রেফতার করা হয়েছে।


আরো সংবাদ



premium cement