স্ত্রীকে খুন করে অফিসের সেপটিক ট্যাংকে ফেলে রেখেছিল স্বামী
- চট্টগ্রাম ব্যুরো
- ১৪ জুন ২০২২, ০২:৩৩
বাসায় দ্বিতীয় স্ত্রী লিপি আক্তারকে খুন করে অফিসের সেপটিক ট্যাংকিতে ফেলে দেন স্বামী শওকত আলী (৬৫)। গত ৭ এপ্রিল নগরের পাঁচলাইশ থানার নাসিরাবাদ হাউজিং সোসাইটির একটি বাসার সেপটিক ট্যাংকি পরিষ্কারের সময় ট্যাংকির ভেতরে এক অজ্ঞাত মহিলার গলিত লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে এমজিএইচ গ্রুপের নাসিরাবাদ অফিসের ক্লিনার ও লিপি আক্তারের স্বামীর নাম। অবশেষে গতকাল সোমবার তাকে নগরের খুলশী থেকে গ্রেফতার করা হয়েছে।
গতকাল সোমবার চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানান ডিবি (উত্তর) বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ আলী হোসেন।
তিনি জানান, লিপি আক্তার শওকত আলীর দ্বিতীয় স্ত্রী। পারিবারিক কলহের জেরে ২০২১ সালের ৯ নভেম্বর শওকত দ্বিতীয় স্ত্রী লিপি আক্তারকে শ্বাস রোধ করে ভাড়া বাসায় হত্যা করেন। পরে লাশ গুম করার উদ্দেশ্যে কৌশলে সিএনজি অটোরিকশা যোগে নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৩ নম্বর রোডের অফিসের সেপটিক ট্যাংকিতে লাশটি ফেলে দেন।
আরো সংবাদ
-
- ৫ঃ ৪০
- খেলা